Site icon janatar kalam

এলাকার উন্নয়ন নিয়ে বিরোধী বিধায়কের তৎপরতায় খুশি স্থানীয়রা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এলাকার উন্নয়ন কাজ নিয়ে স্থানীয়দের সঙ্গে বৈঠক করলেন বড়জলা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার।রাজধানীর চানমারি কার্গিল টিলা এলাকায় জনগণকে নিয়ে উঠান সভা করলেন বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এলাকার রাস্তা ঘাট, ড্রেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়। এলাকার রাস্তা ঘাট ও ড্রেইন সংস্কারের জন্য ৯ লক্ষ ২১ হাজার ৩০০ টাকা বরাদ্দ করা হয়েছে।
এদিনের উঠান সভায় বড়জলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণা মজুমদার সহ অন্যান্যরা। বিধায়ক সুদীপ সরকার জানান কার্গিল টিলা নিল মোহন দাসের বাড়ি থেকে নারায়ন চক্রবর্তীর বাড়ি পর্যন্ত ১২০ মিটার রাস্তা সংস্কারের কাজ আগামী কিছুদিনের মধ্যে শুরু হবে।
বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। তাই এদিন এলাকার লোকজনদের সাথে কথা বলেছেন। সিসি রোড এবং ড্রেনের জন্য মোট ৯ লক্ষ ২১ হাজার ৩০০ টাকা বরাদ্দ করা হয়েছে। গুনগত মান বজায় রেখে রাস্তাটি যেন নির্মাণ করা হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য এলাকাবাসিদের প্রতি আহ্বান জানান তিনি। এলাকার উন্নয়ন নিয়ে বিরোধী বিধায়কের তৎপরতায় খুশি স্থানীয়রা।
Exit mobile version