জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এম বি বি বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি কালচার উইক এর উদ্বোধন করেছেন বিমানবন্দরের অধিকর্তা। অনুষ্ঠানে এএআই, সিআইএসএফ, এয়ারলাইন্স এবং অন্যান্য স্টেকহোল্ডারদের কর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার শুরু হওয়া এই এভিয়েশন সিকিউরিটি কালচার উইক পালিত হবে ১১ তারিখ পর্যন্ত। অনুষ্ঠানের থিম , ‘দেখুন, বলুন, সুরক্ষিত করুন!’। এই বার্তাটি বিভিন্ন উপায়ে যেমন প্যাসেঞ্জার ট্রলি, ফ্লায়ার এবং সেলফি পয়েন্টের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।