Site icon janatar kalam

এমবিবি মাঠে মুম্বাই বনাম ত্রিপুরা রঞ্জি ম্যাচ ২৬ শে শুরু, অনুশীলনে ব্যস্ত ভারতীয় দলের একাধিক তারকরা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে রাজ্য দল নিজ ঘরের মাঠে মুম্বাইয়ের বিরুদ্ধে নামবে ২৬ অক্টোবর। আগরতলার এমবিবি মাঠে হবে রঞ্জি ট্রফির ম্যাচ। তার আগে বৃহস্পতিবার এমবিবি মাঠে দুই দলের খেলোয়াড়রা নেট প্র্যাকটিস করে। মুম্বাই দলের হয়ে অজিঙ্কে রাহানে, শার্দূল ঠাকুর সহ একাধিক তারকা খেলোয়াড় ২৬ অক্টোবর মাঠে খেলতে নামবে।

তবে বিনা যুদ্ধে কেউ কাউকে এক ইঞ্চি মাটিও ছাড়তে নারাজ। তাই উভয় দলের খেলোয়াড়রা বৃহস্পতিবার থেকে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে। এদিন উভয় দলের একাধিক খেলোয়াড়কে মাঠে ঘাম ঝরাতে দেখা যায়। ত্রিপুরা বনাম মুম্বাই ম্যাচ যেন সুন্দর ভাবে সম্পন্ন হয় তার জন্য সকল প্রস্তুতি নিয়েছে টিসিএ।

নিম্ন চাপের প্রভাবে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বৃহস্পতিবার মুম্বাই দল অনুশীলন করে যাওয়ার পর পুরো মাঠ ত্রিপাল দিয়ে ঢেকে দেওয়া হয়। যেহেতু মুম্বাই দলে তারকা প্লেয়ার রয়েছে। তাই মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম হতে পারে। সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার মাঠের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন অতিরিক্ত পুলিশ সুপার আরবান সহ অন্য আধিকারিকরা।

টিসিএ-র সচিব সুব্রত দে জানান গ্রাউন্ড স্টাফ থেকে শুরু করে সকলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সার্বিক ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্য দল ভালো খেলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এখন দেখার বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে খেলা সুন্দর ভাবে সম্পন্ন হয় কিনা।

 

 

 

Exit mobile version