Site icon janatar kalam

এবার পেঁয়াজ ক্রয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খুলল বটতলায় 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রেতা সাধারণের সুবিধার্থে সোমবার বটতলা বাজারেও পেয়াজ বিক্রির কাউন্টার খুলল প্রশাসন ।এদিন মহকুমা খাদ্য দপ্তর এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে বটতলা বাজারে এই কাউন্টার চালু করা হয়েছে। এই ক্ষেত্রে বটতলা বাজারে শুভ বুদ্ধি সম্পন্ন ব্যবসায়ীরা প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সরকারি কাউন্টার থেকে ৩৮ টাকা কিলো দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এদিন মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকরা জানান, মহারাজগঞ্জ বাজারের মতো বটতলা বাজারেও কাউন্টারের মাধ্যমে পেঁয়াজ বিক্রি ঘটনায় ক্রেতা সাধারণের মধ্যে ভালো সারা পরিলক্ষিত হচ্ছে। এমন একটি কাউন্টার লেক চমুহনি বাজারেও খোলা হবে বলে জানান তিনি ।পাশাপাশি দু-একদিনের মধ্যেই দুর্গা চমুহনি বাজারেও অনুরূপ একটি কাউন্টার খোলা হবে বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিক। উল্লেখ্য শনিবার মহারাজগঞ্জে বাজারে প্রথম পেঁয়াজ বিক্রি কাউন্টার চালু করা হয়। মহারাজ গঞ্জ বাজারের ব্যবসায়িক সংগঠন প্রশাসনকে এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

 

Exit mobile version