Site icon janatar kalam

এবছর মক্কায় হজে ত্রিপুরা থেকে যাচ্ছেন ১১০ জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-এবছর মক্কায় হজে ত্রিপুরা থেকে যাচ্ছেন ১১০ জন।রবিবার কলকাতার উদ্দেশ্যে রাজ্য থেকে যান ১১০ জন যাত্রী। এমবিবি বিমানবন্দর থেকে তারা বিমানে কলকাতায় যান।সেখান থেকে মক্কার উদ্দেশ্যে যাবেন। প্রতিবছর সারা রাজ্য থেকে মুসলিম ধর্মাবলম্বির লোকজন হজের জন্য যান।

এবছরও ব্যবস্থা করা হয় ত্রিপুরা রাজ্য হজ কমিটির তরফে। রবিবার আগরতলা হজ ভবনে হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম, ভারতীয় জনতা সংখ্যালঘু সংগঠনের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ অন্যরা। এদিনের বিকেলের বিমানে হজ যাত্রীরা রাজ্য ছাড়েন।

Exit mobile version