Site icon janatar kalam

এফসিআইয়ের চাল চুরির তদন্তে সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমবাসা জহরনগরস্থিত এফসিআই গোডাউনের চাল চুরির ঘটনার সঙ্গে যুক্ত নন্দন রুদ্র পালকে জিজ্ঞাসাবাদে পুলিশ বেশ কিছু তথ্য হাতে পেয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু ন্যায্য মূল্যের দোকানের মালিকের নাম বেরিয়েএসেছে। এর মধ্যে রঞ্জন দেবনাথ নামে একজনকে আমবাসা পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য নিয়ে যায়। রঞ্জন দেবনাথ এর একটি চালের গোডাউনকে সিল করে দেয় আমবাসা মহকুমা প্রশাসনের সহযোগিতায় আমবাসা পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর সোমবার সন্ধ্যায় রঞ্জন দেবনাথকে পুনরায় জিজ্ঞাসাবাদ শুরু করে। এদিকে রঞ্জন দেবনাথের জিজ্ঞাসাবাদে তেলিয়ামুড়ার কোন এক ব্যবসায়ীর নাম উঠে আসছে বলে পুলিশ সূত্রে খবর। এক সাক্ষাৎকারে পুলিশের তরফে জানানো হয় রঞ্জন দেবনাথ এর চালের গোডাউনটি তদন্ত চলাকালীন অবস্থায় সিল করা থাকবে এবং চালগুলি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version