জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এনিম্যাটারের ১০ বছর পূর্তি উপলক্ষে এবছর আয়োজন করা হয় নানা সামাজিক কর্মকাণ্ড। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার অনুষ্ঠিত হলো স্বেচ্ছা রক্তদান শিবির। আগরতলা আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে অ্যানিমেটার আয়োজিত এদিনের রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। উপস্থিত ছিলেন এনিম্যাটারের ম্যানেজিং ডাইরেক্টর কৌশিক সমাজপতি। স্বেচ্ছা রক্তদান শিবিরে এদিন প্রায় ৪০ জন রক্ত দান করেন। বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যেও লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।