Site icon janatar kalam

এডিসি-র ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে আই পি এফ টির একদিনের সম্মেলন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্ভবত চলতি বছরের শেষে হতে পারে দীর্ঘ প্রতীক্ষিত এ ডিসি-র ভিলেজ কমিটির নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ময়দানে ধীরে ধীরে নামার প্রস্তুতি বিভিন্ন রাজনৈতিক দলের। শনিবার আই পি এফ টির একদিনের সম্মেলন হয় আগরতলায়। সুপারি বাগান দশরথ ভবনে হয় সম্মেলন।

উপস্থিত ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, সহ-সভাপতি কে কে জমাতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। এদিন সম্মেলনে বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা হয় ভিলেজ কমিটি নির্বাচন ও ২৩ আগস্ট স্টেট হুড দাবি দিবস নিয়ে। সিদ্ধান্ত নেওয়া হয় পৃথক রাজ্যের দাবিতে দিল্লি অভিযানের। এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

 

Exit mobile version