জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেল স্টেশনে আটক ৪ বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এক মানব পাচারকারীকে আটক করলো জি আর পি থানার পুলিশ। ধৃতের নাম জুটন দত্ত। তাঁর বাড়ি দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমার মতাই এলাকায়। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান সম্প্রতি অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে চার বাংলাদেশী মহিলা।
তাদের আগরতলা রেল স্টেশনে আটক করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারীর নাম জানতে পারে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেই বহিঃরাজ্যে মামলা রয়েছে।পুলিশ জানায় ধৃত বাংলাদেশী নাগরিকরা জানায় জুটন দত্তের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেছে।ধৃতদের কাছ থেকে তথ্য পেয়েই মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ।