জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক দেশ এক নির্বাচনের প্রস্তাব বাতিলের দাবিতে পথে নামল সিপিআইএম। দেশ ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে ত্রিপুরায়ও বিক্ষোভ কর্মসূচী সিপিআইএম। ৪ দফা দাবিকে সামনে রেখে দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে সিপিআইএম। তারই অঙ্গ হিসাবে রবিবার রাজধানীর মঠ চৌমুহনী এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে।
এদিনের বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, জেলা নেতৃত্ব অরুন সিনহা সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে অমল চক্রবর্তী বলেন একজন লোক সকালে বাড়ি থেকে বের হলে সে বাড়িতে ফিরবে কিনা তার কোন নিশ্চয়তা নেই।কারণ রাজ্যে নেই আইনের শাসন।
মেলারমাঠে একজন ব্যবসায়ী খুন হয়ে গেছেন। পুলিশ দাড়িয়ে দাড়িয়ে গোটা ঘটনা প্রত্যক্ষ করেছে। দোষ পুলিশের নয়। দোষ হচ্ছে যারা পুলিশকে নিয়ন্ত্রন করছে তাদের। স্বরাষ্ট্র দপ্তর পুলিশকে নিস্ক্রিয় করে রেখেছে। এদিন তাদের কর্মসূচী থেকে দাবি জানানো হয় দ্রব্যমূল্য বৃদ্ধি রুখতে পদক্ষেপ, এক দেশ এক নির্বাচন প্রস্তাব বাতিলের।