Site icon janatar kalam

একটি সুপরিকল্পিত ও নিরাপদ সড়ক ব্যবস্থার মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক এবং পরিবহণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব: পরিবহণ মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসাম-আগরতলা জাতীয় সড়ক (এন এইচ-০৮) সম্প্রসারণের কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ জিরানীয়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মোহনপুর গুরুকুল কমিউনিটি হলে এক বিশেষ সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী।

রিবহণ মন্ত্রী জানান, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে জমি সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে তা নিরসন করতেই এই বিশেষ সভার আয়োজন। তিনি বলেন, প্রতিদিন রাজ্যে যানবাহণের সংখ্যা বাড়ছে। তাই জাতীয় সড়ক প্রশস্ত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, একটি সুপরিকল্পিত ও নিরাপদ সড়ক ব্যবস্থার মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক এবং পরিবহণ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব। রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলকে এগিয়ে এসে সহযোগিতা করার আহ্বান জানান।

আজকের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা, অতিরিক্ত মহকুমা শাসক অনিমেষ ধর, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, সমাজসেবী রঞ্জিত রায় চৌধুরী সহ সংশ্লিষ্ট দপ্তরের সাথে যুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ীগণ। তাছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে নিযুক্ত সংশ্লিষ্ট এজেন্সির কর্মকর্তাগণ।

Exit mobile version