Site icon janatar kalam

এইডস মুক্ত ত্রিপুরা গড়ার সংকল্পে রেড রান! টিঙ্কু রায়ের বার্তা— “একতাই শক্তি”

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আগরতলার উমাকান্ত একাডেমি মাঠে আয়োজিত ন্যাশনাল রেড রান-এর রাজ্যস্তরের ফাইনাল অনুষ্ঠানে শনিবার উপস্থিত হয়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, “আমাদের সরকার রাজ্য থেকে এইডস নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে। রেড রান-এর মতো উদ্যোগ সমাজে সচেতনতা, স্বাস্থ্যবান মানসিকতা ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এই অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি ও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর। শত শত যুবক-যুবতী ও স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। রেড রান কর্মসূচি মূলত সারা দেশে এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হয়, যেখানে তরুণ সমাজকে সক্রিয়ভাবে যুক্ত করা হচ্ছে এই লড়াইয়ে।

মন্ত্রী টিঙ্কু রায় আরও বলেন, “এইডস প্রতিরোধে সমাজের প্রত্যেকের অংশগ্রহণ দরকার। সরকার বিভিন্ন দপ্তর ও সংস্থার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে। তরুণ প্রজন্মই পারে সমাজকে আরও সুস্থ, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ করে তুলতে।”

তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের জনমুখী ও সচেতনতা বাড়ানো কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে আয়োজিত হবে, যা রাজ্যকে এইডসমুক্ত করার যাত্রায় গতি আনবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দপ্তরের সচিব কিরণ গিতে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, সহ একাধিক বিশিষ্ট অতিথিবৃন্দ।

Exit mobile version