Site icon janatar kalam

উৎসবের মাসে রাজ্যে খুন ও  নারীগঠিত অপরাধ হয়েছে, রাজ্যে সুশাসনের নামে চলছে দুর্শাসন : কংগ্রেস সভাপতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় চলছে কংগ্রেসের সংহতি পদাযাত্রা।প্রতিদিন বিধানসভা এলাকায় হচ্ছে পদযাত্রা। উন্নততর, ঐক্যবদ্ধ, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে রাজ্যজুড়ে প্রদেশ কংগ্রেসের আহ্বানে চলছে সংহতি পদযাত্রা। তারই অঙ্গ হিসাবে মঙ্গলবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে সংহতি পদযাত্রা হয় টাউন বড়দোয়ালি এলাকায়।

পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়, কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা।কংগ্রেস বিধায়ক আশিস কুমার সাহা জানান রাজ্যে অরাজকতা চলছে। রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ ভাবে ভেঙ্গে পড়েছে। রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

উৎসবের মাসে রাজ্যে ৬ টি খুন ও ৭ টি নারীগঠিত অপরাধ হয়েছে। রাজ্যে সুশাসনের নামে চলছে দুর্শাসন। মানুষ বর্তমানে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। তিনি এইদিন অভিযোগ করেন কংগ্রেসের সংহতি পদযাত্রাকে ভেস্তে দেওয়ার চেষ্টা চলছে। এদিকে এদিনের পদযাত্রায় ব্যাপক সংখ্যায় কংগ্রেস কর্মী- সমর্থক অংশ নেন।

 

 

 

 

 

Exit mobile version