জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি শিক্ষা বাঁচাও , এই দাবি নিয়ে রাজধানীর রাজপথে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে শামিল হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টি এস ইউ । শনিবার ছাত্র যুব ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে শিক্ষা ভবনের দিকে এগিয়ে চলেছে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন পেশ করার লক্ষ্যে । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব অভিযোগ করে জানান , শিক্ষা ব্যবস্থায় নয়া শিক্ষা নীতির নামে বিপর্যয় নামিয়ে এনেছে বর্তমান কেন্দ্রীয় সরকার । রাজ্য সরকারও বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে বিভক্ত করেছে । বিদ্যালয় স্তরে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ফি বাবদ প্রচুর টাকা দিতে হচ্ছে । যার ফলে দরিদ্র অংশের শিক্ষার্থীরা শিক্ষার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে । বর্তমান শিক্ষা ব্যবস্থার ফলে দরিদ্র অংশের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালানো খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । বর্তমান রাজ্য সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন না করে উপরন্তু কলেজ বিশ্ববিদ্যালয়েরও সেমিস্টার পিছু ফি বৃদ্ধি করে ফেলেছে । ফলস্বরূপ সাধারণ মানুষের পিঠে শিক্ষার নামে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ।