জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিবেকানন্দ ক্লাব ও উমাকান্ত কোচিং সেন্টার।
বি-গ্রুপের এই লড়াইয়ে বিবেকানন্দ ক্লাব উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। জুয়েল দেববর্মার হ্যাট্রিক সহ ৪ গোলের সুবাদে উমাকান্ত কোচিং সেন্টারকে ৮-০ গোলের ব্যবধানে পরাজিত করে।
জুয়েল দেববর্মার সাথে বিবেকানন্দ ক্লাবের হয়ে ১ টি করে গোল করে বিপুল জমাতিয়া, পল্টু চৌধুরী, রাজচন্দ্র জমাতিয়া, জগৎ কিশোর জমাতিয়া। দিনের অন্য ম্যাচে এ- গ্রুপের লড়াই হয় ঐকতান যুব সংস্থা ও কেশব সংঘ।
ঐকতান যুব সংস্থা ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে কেশব সংঘকে। ম্যাচে ঐকতান যুব সংস্থার হয়ে হ্যাট্রিক করে ভৌতাজ কুমার জমাতিয়া। ভৌতাজ কুমার জমাতিয়া খেলার ৪৩, ৫৩ ও ৬৫ মিনিটে পর পর ৩ টি গোল করে। কলম ত্রিপুরা আগরতলা protini