জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০ বক্সনগর এবং ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে উপভোট নিয়ে মহাকরণে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল। এদিন তিনি এ সম্পর্কে জানান এদিন থেকে এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে গেজট নোটিফিকেশান হয়েছে। তিনি জানান এদিন থেকে রাজ্যে মডেল কোড অব কন্ডাক্ট লাগু হয়ে গেছে। নমিনেশান দাখিল করার শেষ তারিখ হল ১৭ আগস্ট, স্ক্রুটিনি হবে ১৮ আগস্ট, ২১ আগস্ট হবে উইথড্রয়াল অব ক্যান্ডিডেট।৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে এবং ভোটের ফলাফল গণনা করা হবে ৮ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বরের মধ্যে এই নির্বাচন প্রসেস শেষ হবে।রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরও জানান যে বক্সনগর বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা হল ৪৩ হাজার ৮৭ জন। তবে এতে নমিনেশান দাখিলের সময় পর্যন্ত যে ইলেক্ট্ররাল রোল হবে সেই অনুযায়ী ভোট গ্রহণ করা হবে। সেই হিসেবে এই ভোটার তালিকায় কিছু পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। এদিন তিনি জানান এর মধ্যে সার্ভিস ভোটার রয়েছেন ৭৫ জন , ৮০ বছর উর্ধের ভোটার ৫১০ জন, দিব্যাংগ ভোটারের সংখ্যা ৯৮ জন। পাশাপাশি ধনপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা হল ৫০ হাজার ১৪৭ জন। এর মধ্যে সার্ভিস ভোটার হল ৮৫ জন, ৮০ বছর বা তার উর্ধে ভোটার হলেন ৭৭ জন, এবং দিব্যাংগ ভোটার হল ৬৫ জন।বিগত বিধানসভা নিরবাচনের মতই ৮০ বছর বা তার উর্ধে ভোটাদের জন্য বিশেষ ভাবে ভোট দেবার ব্যবস্থা থাকবে। বক্সনগড়ে মোট ৫১ টি পোলিং স্টেশন রয়েছে। লোকেশান আছে ৪৩ টি। ধনপুরে মোট পোলিং স্টেশন আছে ৫৯ টি। লোকেশান আছে ৫০ টি। নির্বাচন ঘোষণার সাথে সাথে সাধারন প্রশাসন ও পুলিশ প্রশাসনকে একটিভ করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্য নিয়ে সাধারন প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা জনিত সব দিক লাগু হয়ে গেছে পুলিশ প্রশাসনের তরফে। পাশাপাশি এই নির্বাচনের খরচ হিসাব নিকাশের জন্যও প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নির্বাচনের মডেল কোড অব কন্ডাক্ট পুরো জেলায় লাগু হয়ে গেছে বলেও এদিন জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক।