জনতার কলম ওয়েবডেস্ক :- আসামের ডিব্রুগড়ে আজ ১,৭১৫ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল আসাম বিধানসভার দ্বিতীয় কমপ্লেক্স, যা আপার আসামের প্রশাসনিক পরিকাঠামোকে আরও মজবুত করবে।
ডিব্রুগড়ে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, ভারত–ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) কার্যকর হলে ইউরোপের দেশগুলিতে আসামের চা রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি জানান, আসামকে বন্যামুক্ত করতে কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে এবং উন্নয়ন, শান্তি, নিরাপত্তা, শিল্পোন্নয়ন ও বন্যামুক্ত আসামের স্বার্থে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন করার আহ্বান জানান ভোটারদের।
পূর্ববর্তী কংগ্রেস সরকারগুলিকে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আসামকে দীর্ঘদিন অবহেলা করেছে এবং ভোটব্যাংকের রাজনীতির জন্য অনুপ্রবেশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার আসামের জন্য একাধিক বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন করেছে বলেও দাবি করেন তিনি। অমিত শাহ বলেন, একসময় আসাম অশান্তি ও হিংসার জন্য পরিচিত ছিল, কিন্তু বর্তমানে বিজেপি সরকারের আমলে রাজ্যটি শান্তি ও উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে।
এই দিনটিকে আসামবাসী, বিশেষ করে আপার আসামের মানুষের জন্য ঐতিহাসিক বলে উল্লেখ করে তিনি জানান, ডিব্রুগড়ে দ্বিতীয় বিধানসভা কমপ্লেক্স নির্মিত হলে প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্বরাষ্ট্রমন্ত্রী ২৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান দ্বিতীয় বিধানসভা কমপ্লেক্স ও বিধায়ক হোস্টেলের শিলান্যাস করেন। ডিব্রুগড়কে রাজ্যের দ্বিতীয় প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পে তিনতলা বিধানসভা ভবন, নয়তলা বিধায়ক হোস্টেল, ৮০০ আসনের অডিটোরিয়াম এবং নিরাপত্তা বাহিনীর ব্যারাক অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়াও তিনি ২৩৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক বহুমুখী ক্রীড়া কমপ্লেক্সের প্রথম ধাপের উদ্বোধন করেন এবং ২০৯ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ধাপের শিলান্যাস করেন। প্রথম ধাপে ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল, ফুটবল মাঠ, প্রধান গ্যালারি, টেনিস, ভলিবল ও বাস্কেটবল কোর্ট এবং হোস্টেল থাকবে। দ্বিতীয় ধাপে ৩০ হাজার দর্শক বসার ব্যবস্থা, কেন্দ্রীয় খেলার মাঠ ও অ্যাথলেটিক্স ট্র্যাক নির্মিত হবে।
অমিত শাহ ২৯২ কোটি টাকা ব্যয়ে একটি ওয়াইল্ডলাইফ হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার-এরও শিলান্যাস করেন, যা বন্যপ্রাণীর চিকিৎসা, উন্নত গবেষণাগার ও প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে বন দপ্তর, পশু চিকিৎসক ও গবেষকদের মধ্যে সমন্বয় বাড়াবে।
এছাড়া জাতীয় দুর্যোগ প্রশমন তহবিলের আওতায় ৬৯২ কোটি টাকার একটি প্রকল্পের সূচনা করেন তিনি, যার মাধ্যমে রাজ্যের নয়টি জেলার ১৫টি বৈজ্ঞানিকভাবে নির্বাচিত জলাভূমি পুনরুদ্ধার করা হবে। এই প্রকল্প শহরাঞ্চলে বন্যার ঝুঁকি কমানো, জলধারণ ক্ষমতা বৃদ্ধি এবং ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।
ডিব্রুগড়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী পার্শ্ববর্তী ধেমাজি জেলায় গিয়ে তাকাম মিসিং পোরিন কেবাং যুব উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পাশাপাশি তিনি সেখানে বিজেপি কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। দিনের শেষে গুয়াহাটিতে রাজ্য বিজেপি কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করে সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।

