জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে অষ্ট লক্ষ্মী নামে সম্বোধন করেন। প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়ন করতে চাইছেন। একটা সময় উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে উগ্রবাদী সমস্যা ছিল। সেই সমস্যার সমাধান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সর্বদা বলে থাকেন উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন না হলে ভারতের উন্নয়ন হবে না।
উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য এক্ট-ইস্ট পলিসি লাগু করেছেন তিনি। মঙ্গলবার আগরতলা টাঊন হলে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন,বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিতে শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলির। এদিন উত্তর-পূর্ব এন এস এস উৎসব-র সূচনা হয় আগরতলা টাঊন হলে।
সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পিকে চক্রবর্তী, ক্রীড়া দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। উত্তর- পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা অংশ নেয়। পরে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের নিরাপত্তার উপর গুরুত্ব দিয়েছেন।
কারন দেশে শান্তি না থাকলে উন্নয়ন হবে না। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর-পূর্বাঞ্চলের জন্য ইতিমধ্যে ১২ টি শান্তিচুক্তি হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি সকলের কাছে আহ্বান জানান নেশা মুক্ত, প্লাস্টিক মুক্ত, দূষণ মুক্ত রাজ্য ও দেশ গড়ার জন্য সকলে এগিয়ে আসার।
–