Site icon janatar kalam

উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলায় দুইদিনের সফরে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হেলিকপ্টারে করে উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলায় দুইদিনের সফরে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস। সেখানে পৌঁছে আইজি এস প্যাটেল পীযূষ পুরুষোত্তম দাস ঊনকোটি এবং উত্তর ত্রিপুরা জেলার অধীনে বিভিন্ন সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন এবং বাংলাদেশে চলমান অস্থিরতার নিয়ে ইউনিট কমান্ড্যান্ট, কোম্পানি কমান্ডার এবং সীমান্তে মোতায়েন সেনাদের সঙ্গে মতবিনিময় করেন।

তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ এবং বাংলাদেশীদের অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলস প্রচেষ্টার জন্য বিএসএফ জওয়ানদের প্রশংসা করেন আই জি। তাছাড়া এদিন তিনি অনুপ্রবেশের প্রচেষ্টা ঠেকাতে জওয়ানদের আরও সতর্কতা বজায় রাখার আহ্বান জানান। পরিদর্শন শেষে তিনি ঊনকোটির ডিএম এবং এসপির সাথে একটি বৈঠক করেন যেখানে আইজিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বিএসএফ-এর সাথে বেসামরিক প্রশাসনের যৌথভাবে নেওয়া বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করা হয়।

Exit mobile version