জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তর কর্ণাটকের কোপ্পাল জেলার মেথাগাল গ্রামে আজ কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ‘সাংসদ তহবিল (MPLADS)’-এর আর্থিক সহায়তায় এবং ন্যাবার্ড (NABARD)-এর মাধ্যমে নির্মিত এই কৃষক প্রশিক্ষণ ও সাধারণ সুবিধা কেন্দ্র (Farmers Training and Common Facility Centre) কৃষিক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, এই কেন্দ্রটি কৃষক উৎপাদক সংগঠনগুলিকে (FPOs) খাদ্য প্রক্রিয়াকরণ, আধুনিক কৃষি প্রযুক্তি এবং মূল্য সংযোজন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবে। কেন্দ্রটির মাধ্যমে বছরে ৮৪০ মেট্রিক টন আম ও ৬০০ মেট্রিক টন পেঁপে প্রক্রিয়াকরণ করে ড্রাই পাউডার, জুস ও পাল্প তৈরির ব্যবস্থা করা যাবে।
অর্থমন্ত্রী জানান, এই পণ্যে FSSAI-এর অনুমোদন থাকায় সহজেই দেশের বড় শহরগুলিতে বাজারজাত করা সম্ভব হবে। এর ফলে কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
নির্মলা সীতারামন আরও বলেন, কেন্দ্রীয় সরকার সবসময় কৃষকদের পাশে আছে। সাম্প্রতিক GST সংস্কারে ট্র্যাক্টর, টিলার, কৃষি যন্ত্রপাতি, বায়ো-পেস্টিসাইড, সার ও মাইক্রোনিউট্রিয়েন্টস-এর ওপর কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ বা শূন্য শতাংশে নামানো হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘ধন-ধান্য কৃষি যোজনা’ কৃষকদের গুণগত বীজ সংগ্রহ, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, বাজারে প্রবেশাধিকার, জলের সংরক্ষণ এবং সেচ ব্যবস্থার উন্নয়ন-এর মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব আনবে।
অর্থমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে — “কৃষকের কল্যাণই সরকারের প্রথম অগ্রাধিকার, আর এই কেন্দ্র সেই লক্ষ্য পূরণের আরও এক পদক্ষেপ।”