janatar kalam

উত্তরপ্রদেশ সরকারের সোশ্যাল মিডিয়া নীতিকে আক্রমণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী

জনতার কলম ওয়েবডেস্ক :- সম্প্রতি প্রবর্তিত ইউপি সরকারের সোশ্যাল মিডিয়া নীতিকে সরাসরি আক্রমণ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি টুইট করে লিখেছেন,

তুমি যা খুশি তাই বলবে। তুমি যদি দিনকে রাত বলো আমরা তাকে রাত বলব।

উত্তরপ্রদেশ সরকারের সোশ্যাল মিডিয়া নীতিতে বিচারের দাবিতে মহিলাদের কণ্ঠস্বর কোন বিভাগে পড়বে ৬৯০০০ শিক্ষক নিয়োগ সংরক্ষণ কেলেঙ্কারিতে উত্থাপিত প্রশ্নগুলি? বিজেপি নেতা ও বিধায়কদের দ্বারা বিজেপি সরকারের উন্মোচন কোন বিভাগে পড়বে?

‘দিনকে রাত বললে রাত হবে, নইলে জেল’ নীতি সত্যকে চাপা দেওয়ার অন্য উপায়। বিজেপি কি গণতন্ত্র ও সংবিধানকে পিষে ফেলা ছাড়া আর কিছু ভাবতে পারে না?

Exit mobile version