জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গতকাল থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার্থীদের অমনোযোগী করার চেষ্টার অভিযোগ বক্সনগর বিধানসভার বিধায়ক তোফাজ্জল হোসেনের উপর। এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন বিরোধী ছাত্র সংগঠন এন এস ইউ আই।
পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রগুলিতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না , এমনকি অভিভাবকদেরও প্রবেশে নিষেধ রয়েছে। তবে বিধায়ক কিভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন , এ বিষয়ে স্থানীয় শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ছাত্র সংগঠন এন এস ইউ আই।
এদিন সংবাদ মাধ্যমের সামনে সংগঠনের এক কর্মী বিধায়কের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করে জানান একাধিক বার পরীক্ষার্থীদের হাত তুলিয়ে তাঁদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছেন তিনি এবং যদি শিক্ষা দপ্তর এবং মধ্যশিক্ষা পর্ষদ বিধায়ককে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি না দিয়ে থাকেন তাহলে বিধায়কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আইনানুগ শাস্তির দাবি রাখেন শিক্ষাদপ্তর ও পর্ষদের নিকট।