জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি শিক্ষাবর্ষে এখনও বহু ছাত্র- ছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি বলে অভিযোগ। আরও অভিযোগ পড়ুয়াদের ভর্তি নিয়ে চলছে তালবাহানা। তাই এসব বন্ধ করে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্রুত কলেজে ভর্তির সুযোগ করে দিতে সঠিক পদক্ষেপ নেওয়ার দাবি জানাল এন এস ইউ আই। মঙ্গলবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে যায়।
আমির হোসেনের নেতৃত্বে প্রতিনিধিরা ৫ দফা দাবি সনদ উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার অনুপস্থিতিতে অতিরিক্ত অধিকর্তার কাছে তুলে দেন। ডেপুটেশন শেষে এন এস ইউ আই নেতা আমির হোসেন বলেন, তাদের দাবির মধ্যে রয়েছে পড়ুয়ারা যাতে সমস্যা ছাড়া ভর্তির সুযোগ পায়, পড়ুয়াদের নিজেদের পছন্দসই কলেজ নাহলেও কাছাকাছি কলেজে ভর্তির সুযোগ পায়। এছাড়াও বিভিন্ন দাবি তারা তুলে ধরেন তিনি।