জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পবিত্র রাখি বন্ধন হচ্ছে মৈত্রী ও সৌভ্রাতৃত্বের প্রতীক। পূর্ণিমা তিথিতেই শাস্ত্রীয় মতে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মৈত্রী ও সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে গোটা সপ্তাহব্যাপী রাখি বন্ধন উৎসব উদযাপন করেছে। তারপর থেকে গোটা দেশেই রাখি বন্ধন উৎসব সপ্তাহব্যাপী উদযাপন হয়ে থাকে। শুক্রবার স্টেট এন এস এস সেলেরউদ্যোগে রাজধানী উইমেন্স কলেজে পালন করা হয়েছে সৌভ্রাতৃত্বের প্রতীক রাখিবন্ধন উৎসব। এই উৎসবের মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিকতা ও ভালোবাসার মেল বন্ধন তৈরি করে। প্রতিবছর এন এস এস স্টেট ইউনিটের উদ্যোগে বিভিন্ন কলেজে এই উৎসব মহাসমারুহে পালন করা হয়ে থাকে।