2024-12-19
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

ইলেকট্রোরাল বন্ড ঘোটালায় সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইলেক্টোরাল বন্ড গুটালায় নরেন্দ্র মোদির কালো চেহারার আড়াল করতে চাইছে এসবিআই , অভিযোগ কংগ্রেসের।কংগ্রেস এই ন্যাক্কারজনক ঘটনার জন্য দেশব্যাপী ধিক্কার জানিয়েছে। সকালে কংগ্রেসের উদ্যোগে এক ধিক্কার মিছিল বের হয়েছে। কংগ্রেস মেলার মাঠ এসবিআই প্রধান ব্রাঞ্চের সামনে বেশ কিছুক্ষন ধিক্কার ও বিক্ষোভ প্রদর্শন করেছে।

কংগ্রেস এই ঘোটালা প্রকাশ্যে এনে জনগণের সামনে তুলে ধরার জন্য বিজেপির কাছে দাবি রাখছে। কংগ্রেস সমালোচনা করে বলেছে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা প্রকাশ্য এনে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। কংগ্রেস দাবি করেছে দেশব্যাপী কালো টাকা নিয়ে নিজেদের উদরপূর্তি করছে বিজেপি দল। এখনই সময় বিজেপি দলের বিরুদ্ধে গোটা দেশব্যাপী লড়াই আন্দোলন কর্মসূচি গড়ে তোলা।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service