জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাঙালীর বারো মাসে তেরো পার্বণ। এর মধ্যে একটি হল বাংলা নববর্ষ। আর এই বাংলা নববর্ষের দিনে দুপুরে প্রায় প্রত্যেকের ঘরে ঘরে চলে ভুরিভোজের আয়োজন। চলে এলাহি খানাপিনা। আর নববর্ষের মেন্যুতে মাছের রাজা ইলিশ না হলে কি হয়? তবে সাধ ও সাধ্যের মধ্যে হলেই ভোজন রসিক বাঙালীর পাতে উঠে এদিন ইলিশ। প্রতিবারের মতো এবছরও রাজধানীর বিভিন্ন বাজারে ইলিশের যোগান ভালো।
বাংলাদেশের চাদপুরের ইলিশ প্রচুর পরিমাণে এসেছে রাজ্যের বাজার গুলিতে। শনিবার এই ছবি ধরা পড়ে রাজধানীর বিভিন্ন বাজার গুলিতে। তবে দাম আকাশছোঁয়া। বিশেষ করে কাঁচা ইলিশের। বিক্রেতারা জানান, মজুত থাকা ইলিশ মাছ কেজি প্রতি ১৪০০-১৫০০ টাকা। আর কাঁচা ইলিশ ১৭০০-১৮০০ টাকা কেজি প্রতি। চড়া দামেও বছরের এই একটি দিনে অনেক ভোজন রসিক বাঙালী ইলিশ দুপুরের পাতে তুলবেন বলে মনে করছেন বিক্রেতারা।