Site icon janatar kalam

ইন্ডিয়ার জোটের নেতা অর্ধেক জেলে চলে গেছে আর কিছু জেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে : রাজীব 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আমি নিশ্চিত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসন সহ ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। রাজ্যের দুটি লোকসভা আসন মোদীজিকে উপহার দেওয়ার জন্যই মানুষ তাকিয়ে আছে। বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত। তাছাড়া ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদারের জয়ও শুধু সময়ের অপেক্ষা মানুষ মন স্থির করে নিয়েছে বিজেপি প্রার্থীদের জয়ী করানোর জন্য। মঙ্গলবার রামনগর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন প্রদেশ বিজেপি অধ্যক্ষ রাজীব ভট্টাচার্য।

শ্রী ভট্টাচার্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি নিশ্চিত পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা একই সঙ্গে ৭ রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থীরাই জয়ী হবে। রাজীব ভট্টাচার্য বলেন ভারতবর্ষে মোদিজীর বিকল্প আর কিছুই নেই। ইন্ডিয়া জোটের মধ্যে আর কিছুদিন পরে দেখবেন আই চলে গেছে। বর্তমানে বিরোধী শিবিরে দেখুন অর্ধেক তো জেলেই চলে গেছে আর বাকি যেগুলি রয়েছে তারাও কিছুদিনের মধ্যে জেলে ঢুকবে।

রামনগর বিধানসভা কেন্দ্রে এই দিনের প্রচারে ব্যাপক সাড়া পেয়েছে বিজেপি দল।যেদিকে যাচ্ছে সেদিকেই মানুষ বিপুল পরিমাণে সমর্থনযোগিয়েছে। এমনিতেও এই বিধানসভা কেন্দ্রে মেয়র দীপক মজুমদারের একটা বিশেষ পরিচিতি রয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি এই এলাকার ক্লাব সেক্রেটারি ছিলেন। যার ফলে মানুষের পাশে থাকার ধর্ম তার রয়েছে।

Exit mobile version