Site icon janatar kalam

আহমেদাবাদ টেস্টে ইনিংস ও ১৪০ রানে দুর্ধর্ষ জয় ভারতের, সিরিজে ১–০ লিড

Washington Sundar of India celebrates the wicket of Alick Athanaze of West Indies during the Day 3 of the 1st Test match between India and West Indies at the Narendra Modi Stadium in Ahmedabad, India, on October 4, 2025. Photo by Surjeet Yadav / CREIMAS for BCCI

জনতার কলম ওয়েবডেস্ক:- আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। দুর্দান্ত ব্যাটিং ও বোলিংয়ে সর্বাঙ্গীণ পারফরম্যান্সে তিন দিনেই ম্যাচ শেষ করল স্বাগতিক দল।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৬২ রানে গুটিয়ে দেওয়ার পর ভারত নিজেদের ইনিংস ঘোষণা করে ৪৪৮ রানে। কে.এল. রাহুল, রবীন্দ্র জাদেজা ও অভিষিক্ত ধ্রুব জুরেলের শতরান ভরসায় ভারত ২৮৬ রানের বিশাল লিড নেয়।

দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ক্যারিবীয় ব্যাটাররা। মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় দল। মহম্মদ সিরাজ ও জাদেজার নেতৃত্বে ভারতীয় বোলাররা অবিরাম চাপ সৃষ্টি করে তৃতীয় দিনেই ম্যাচে বড় জয় নিশ্চিত করেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি আগামী ১০ অক্টোবর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Exit mobile version