Site icon janatar kalam

আসাম রাইফেলসের ড্রোন শো ও প্রদর্শনীতে মুখ্যমন্ত্রী

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- রাজ্যে নিযুক্ত আসাম রাইফেলস বাহিনী রাজ্যের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য ড্রোন ব্যবহার করছে। আজ আসাম রাইফেলস ময়দানে এই বাহিনীর উদ্যোগে একটি ড্রোন শো এবং প্রদর্শনী আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ, স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তী সহ আরক্ষা এবং আসাম রাইফেলস বাহিনীর পদস্থ আধিকারিকগণ।

ড্রোন শো-তে আসাম রাইফেলস বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন ধরণের ড্রোন জরুরি প্রয়োজনে কিভাবে কাজ করে এবং সেনাবাহিনী এর উপর ভিত্তি করে কিভাবে অপারেশন সম্পূর্ণ করে তা উপস্থিত সকলের সামনে তুলে ধরা হয়। তাছাড়া প্রদর্শনীতে রাখা বিভিন্ন ড্রোনের বৈশিষ্ট্য নিয়ে আসাম রাইফেলস বাহিনীর আধিকারিকগণ মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিদের অবগত করেন।

Exit mobile version