Site icon janatar kalam

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো শাসক দল বিজেপির সাংগঠনিক বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লক্ষ্য সুশাসনের গ্যারান্টিকে তৃনমুল স্তরে আরো সশক্ত করার জন্য রাজ্যের প্রতিটি পঞ্চায়েতেই ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি। এই সংকল্পকে বাস্তব রূপ দিতে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক হয় ভারতীয় জনতা পার্টির।

উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ।শুক্রবার রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় একদিনের সাংগঠনিক বৈঠক। বৈঠকে মন্ত্রী=বিধায়ক,মন্ডল সভাপতি, জেলা সভাপতি, মন্ডল পর্যবেক্ষক সহ প্রদেশ বিজেপির কার্যকর্তারা অংশ নেন।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা হয়। চলতি মাসের যে কোন সময় ঘোষণা হতে পারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।আগস্টের প্রথম সপ্তাহে হবে নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রাজ্য নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল গুলির মধ্যে তৎপরতা শুরু হয়ে গেছে।

Exit mobile version