জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্ভবত জুলাই মাসের শেষে হতে পারে রাজ্যের ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। এর আগেই প্রদেশ কংগ্রেস ঘোষণা দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে দল। সেই মতো তারা সাংগঠনিক কর্মসূচী শুরু করে দিয়েছে। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় মহিলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী সহ অন্যরা।
বৈঠকে আলোচনা করতে গিয়ে আশিষ কুমার সাহা বলেন, সংগঠনকে মজবুত করতে জেলায় জেলায় মহিলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হয়েছে।পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে যে প্রস্তুতি নিচ্ছে মহিলাদের অংশ গ্রহণ যেন এর মধ্যে একটা ব্যাপক হয়।
এই পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য সব মহিলারা যেন এগিয়ে আসেন। এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আশিষ বাবু অভিযোগ করেন বর্তমানে রাজ্যে পঞ্চায়েত গুলিতে বেহাল অবস্থা। বিভিন্ন সরকারি প্রকল্প সুবিধাভোগীদের কাছে যাচ্ছে না। রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে।