Site icon janatar kalam

আলোর উৎসব শুভ দীপাবলি উপলক্ষে আগরতলা  সাফাই কাজে যুক্ত মাতৃ শক্তির মাঝে বস্ত্র বিতরণ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সেবামূলক কাজে এগিয়ে এসেছে স্টেট ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন। শুধু দুর্গা পূজাই নয়, দীপাবলিতেও দুঃস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে। সামনেই আলোর উৎসব দীপাবলি। এই উৎসবে মেতে উঠতে এখন রাজ্যের সর্বত্র চলছে প্রস্তুতি। কুমোর পাড়া থেকে পুজো মণ্ডপ- সবেতেই চরম ব্যস্ততা। শক্তি আরাধনার প্রাক- মুহূর্তে মহিলাদের মধ্যে বস্ত্র দানের মহতী উদ্যোগ নিল স্টেট ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন। বুধবার সংগঠনের তরফে আগেরতলা পুর নিগমের মহিলা সাফাই কর্মীদের মধ্যে বস্ত্র বিলি করা হয়। এদিন রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণ হয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী নব্যেন্দু ভট্টাচার্য সহ সংগঠনের নেতৃত্ব। নতুন শাড়ি পেয়ে খুশি সাফাই কর্মীরা। স্টেট ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন আগামী দিনে এই কর্মসূচী জারি রাখবে বলে আশা সকলের।

 

 

 

Exit mobile version