Site icon janatar kalam

আলবেনিয়া নিয়োগ করলো বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর মন্ত্রী, লক্ষ্য কর্পশন মুক্ত দেশ গঠন

জনতার কলম ওয়েবডেস্ক :- আলবেনিয়া বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর সরকারী মন্ত্রীর পদ সৃষ্টি করলো, যার লক্ষ্য দেশটিকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করা। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা তার মন্ত্রিসভায় এই ডিজিটাল মন্ত্রীর নাম ঘোষণা করেছেন।

এই ডিজিটাল সহকারী মন্ত্রীর নাম রাখা হয়েছে ‘ডিয়েলা’ (Diella), যার অর্থ ‘সূর্য’। ডিয়েলা জানুয়ারী মাস থেকে জনগণকে অনলাইনে সরকারি সেবা ব্যবস্থাপনায় সহায়তা করছে। প্রধানমন্ত্রী এডি রামা জানান, ডিয়েলাকে দায়িত্ব দেওয়া হয়েছে সব পাবলিক টেন্ডার সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে এবং এটি সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত হবে। তিনি বলেন, প্রতিটি পাবলিক ফান্ড যা টেন্ডার প্রক্রিয়ায় জমা দেওয়া হবে তা শতভাগ স্বচ্ছ থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিশ্চিত করবে টেন্ডার প্রক্রিয়ায় সকল সরকারি খরচ পরিপূর্ণভাবে স্বচ্ছ ও নির্ভরযোগ্যভাবে পরিচালিত হচ্ছে। প্রবর্তনের পর থেকেই ডিয়েলাকে একটি ঐতিহ্যবাহী আলবেনিয়ান পোশাক পরিহিত নারী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এই নতুন পদক্ষেপটি প্রযুক্তির মাধ্যমে সরকারি খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে আলবেনিয়ার দৃষ্টান্তমূলক প্রয়াস বলে মনে করা হচ্ছে।

Exit mobile version