জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১২ ই আগস্ট পঞ্চায়েত নির্বাচনের গণনার দিন সিপাহীজলা জেলার কাঠালিয়া এলাকায় দুষ্কৃতিকারীদের হামলায় আহত হন আশিস পাল নামক এক বিজেপি কর্মী। গুরুতর অবস্থায় উনাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে সেখানে মৃত্যুর সাথে লড়াই করে রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
প্রয়াত আশিস পালের মৃতদেহ তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং বিক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে, খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে যায় পুলিশ আধিকারিক (AIG) অনন্ত দাস সহ বিশাল পুলিশ বাহিনী।
এদিন এই ঘটনা সাথে যুক্ত ব্যক্তিদের গ্রেফতারের পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ প্রত্যাহার করে গ্রামবাসীরা পরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তাছাড়া ওই দিন দিনে যতক্ষণ না আশিস পালের হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে গণতান্ত্রিক উপায়ে কঠোর শাস্তি ব্যবস্থা না করা হয় ততক্ষণ অবধি আমি বিশ্রাম নেব না বলেও বার্তা ছড়িয়ে দেন। এই ঘটনায় এলাকায় তীব্র চঞ্চল ও বিরাজ করছে।