Site icon janatar kalam

আমবাসা বাগমারা এলাকায় উদ্বোধন হলো বিজেপির শক্তি কেন্দ্র কার্যালয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি আমবাসা মন্ডলের অন্তর্গত ৫১ এবং ৫২ নং বুথের উদ্যোগে বাগমারা এলাকায় উদ্বোধন হলো শক্তি কেন্দ্র কার্যালয়। শক্তি কেন্দ্র কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি আমবাসা মন্ডল সভাপতি অজয় অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ২০২৬ এ রাজ্যে এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে এডিসি এলাকায় দলের শক্তি বৃদ্ধি এবং কাজকর্ম সঠিকভাবে করার জন্য আজ এই শক্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো।

এই শক্তি কেন্দ্র কার‍্যালয় উদ্বোধনের ফলে দুটি বুথের সাংগঠনিক কাজকর্ম সঠিকভাবে করা সম্ভব হবে। এছাড়াও তিনি বলেন আমবাসা বিধানসভা এলাকায় যে সকল এডিসি নির্বাচনী ক্ষেত্র রয়েছে সেগুলিতে বিজেপির শক্তি বৃদ্ধি পেয়েছে এবং নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত হবে।

এছাড়াও এদিনের এই শক্তি কেন্দ্র কার‍্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিজেপি ধলাই জেলা মহিলা মোর্চার সম্পাদিকা হেমালি দেববর্মা বিজেপি ধলাই জেলা কমিটির সম্পাদক লালফির হালম বিজেপি এসসি মোর্চা ধোলাইজলা কমিটির সম্পাদক জন্টু সরকার সহ অন্যান্য কার্যকর্তাগণ। ৫১ এবং ৫২ নং বুথের এই শক্তি কেন্দ্র উদ্বোধনের ফলে কার্যকর্তাদের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক।

Exit mobile version