আবারো ব্রাউন সুগারের নেশায় প্রাণ গেল এক তরতাজা যুবককের
janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- আবারো ব্রাউন সুগারের নেশায় প্রাণ গেল এক তরতাজা যুবককের। মৃতের নাম দীপঙ্কর দত্ত, বাড়ি – আগরতলা দূর্গা চৌমুহনী এলাকায়। ৩২ বছরের এই যুবক গত ৫/৬ বছর ধরে। নেশা করে আসছে বলে জানান তার ভাই। নেশা করার টাকার জন্য বাড়িতে ন অত্যাচার করতো। এক সময় বাড়ি থেকে বেড়িয়ে যায়। এদিক ওদিক নেশা করে এ পড়ে থাকতো। দীপঙ্কর দত্তকে কয়েক – বার জিবি হাসপাতালে চিকিৎসার জন্য ন ভর্তি করিয়েও কাজ হয়নি। হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানায় ভাই। একবার নেশামুক্ত কেন্দ্রে ভর্তিও করানো হয়।
তিন মাস সেখানে থেকে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে আসে। কিছুদিন যাবার পর আবার সেই অবস্থা। নেশার গভীরে চলে যায় সে। জিবি হাসপাতালের সামনে দাঁড়িয়ে মৃতের নাম দীপঙ্কর দত্তের ভাই আরো বলেন গোটা আগরতলা শহরে নেশার রমরমা চলছে। সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার কথা বললেও বাস্তবের সঙ্গে কোন মিল নেই। গত ৫/৬ বছর ধরে রাজ্যে নেশা ব্যবহারকারীর সংখ্যা অনেক গুনবৃদ্ধি পেয়েছে।
নেশা সেবন কারীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি বেড়েছে নেশাকারবাড়ির সংখ্যা। পরিসংখ্যায় বলছে এক সময় ত্রিপুরায় নেশা বলতে শুধু গাঁজা এবং ফেন্সিডিলকে বোঝাতো। বর্তমানে নেশার জগতে হেরোইন থেকে শুরু করে ব্রাউন সুগার সহ ইয়াবার আস্ফালন চলছে।