Site icon janatar kalam

“আপত্তিকর কনটেন্ট”–এর অভিযোগে তোলপাড় ত্রিপুরা, গ্রেপ্তার মাধবী বিশ্বাস!

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরায় সামাজিক মাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর মাধবী বিশ্বাসকে শনিবার গ্রেপ্তার করেছে ত্রিপুরা পুলিশ। সামাজিক মাধ্যমে আপত্তিকর ও অশালীন মন্তব্য প্রচারের অভিযোগেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়েছে, মাধবী বিশ্বাস তাঁর ভিডিও ও বক্তব্যের মাধ্যমে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে কটাক্ষ করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। এসব সামগ্রী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে বা ব্যক্তির মানহানি ঘটাতে পারে—এই অভিযোগেই তাঁকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ডিজিটাল প্রমাণ সংগ্রহের পরই মাধবী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য আগরতলার স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মাধবী বিশ্বাস সামাজিক মাধ্যমে তাঁর বিতর্কিত কনটেন্টের জন্য আগেই আলোচনায় ছিলেন। তিনি প্রায়ই রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করতেন। সম্প্রতি কিছু পোস্টে নির্দিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীকে লক্ষ্য করে মন্তব্য করার পর তদন্ত শুরু হয় বলে জানা গেছে।

অন্যদিকে, তাঁর আইনজীবীরা জানিয়েছেন, মাধবী বিশ্বাস সম্পূর্ণ নির্দোষ এবং অভিযোগগুলি “ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” তাঁরা আরও জানিয়েছেন, তিনি তদন্তে সহযোগিতা করছেন এবং আইনি পথে ন্যায়বিচার চাইবেন।

ঘটনাটি ঘিরে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ পুলিশের পদক্ষেপকে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা বলে সমালোচনা করেছেন, আবার অনেকে মনে করছেন, সমাজের শালীনতা ও নৈতিকতার স্বার্থে এই পদক্ষেপ যথাযথ।

অনেকের মতে, তাঁর বক্তব্য ও প্রকাশভঙ্গি সমাজের শালীনতা ও শিষ্টাচারের পরিপন্থী এবং তা তরুণ সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সীমাহীন মতপ্রকাশ নয়, দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যম ব্যবহারের প্রয়োজনীয়তাই আজ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Exit mobile version