Site icon janatar kalam

আন্তর্জাতিক মানব পাচারের সাথে যুক্ত এক কুখ্যাত মহিলাকে গ্রেপ্তার করলো জিআরপি থানার পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ভোরে আগরতলা জিআরপি থানার পুলিশ গ্রেফতার করল আন্তর্জাতিক মানব পাচারের সাথে যুক্ত এক কুখ্যাত আদম বেপারীকে। ধৃত মহিলার নাম পারুল বেগম (৪২),স্বামীর নাম রঙ্গ মিয়া, বাড়ি আমতলী থানাধীন, মতিনগর, সীমান্তে কাঁটাতার সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সকালে আগরতলা জিআরপি থানা, আমতলী থানার পুলিশ এবং শ্রীমন্তপুর বিওপির বিএসএফের যৌথ প্রচেষ্টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জিআরপি থানা পুলিশ সূত্রে এই খবর জানা গেছে। পুলিশ সূত্রের দাবি ধৃত মহিলা আন্তর্জাতিক মানব পাচারকারী তথা টাউট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বাংলাদেশী এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর অভিযোগ সহ একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে গোপন খবরের ভিত্তিতে দুই থানার পুলিশ সহ বিএসএফ মঙ্গলবার ভোর, রাত থেকে তাকে গ্রেপ্তারের জন্য এম্বুশে বসে।

ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে আগরতলা জিআরপি থানার ‌পুলিশ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে বলে জানান জি আর পি থানার ওসি।

 

 

Exit mobile version