আন্তর্জাতিক প্রবীণ দিবস যথাযথভাবে পালন করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
janatar kalam
জনতার কলম আগরতলা প্রতিনিধি :- রাজ্য ও জেলাভিত্তিক আন্তর্জাতিক প্রবীণ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে আজ সচিবালয়ের ৩নং কনফারেন্স হলে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা তপন কুমার দাস সহ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা, উপঅধিকর্তা ও জেলাস্তরের আধিকারিকগণ ছাড়াও পূর্ত, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, আরক্ষা, শিক্ষা দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ নাগরিকগণ এবং পেনশনার্স সংঘের সম্পাদক ও সভাপতি। সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিস্কু রায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের অঙ্গ হিসেবে রাজ্যের ৯টি বৃদ্ধা আবাসে স্বাস্থ্য শিবির করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি হোমগুলিতে স্থায়ীভাবে রুটিন মাফিক মেডিক্যাল চেক আপের জন্য একজন চিকিৎসক নিয়োগ এবং ১টি অ্যাম্বুলেন্স রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি আন্তর্জাতিক প্রবীণ দিবসটিকে রাজ্যস্তরে ও জেলাস্তরে যথাযথভাবে পালন করার জন্য সমাজকল্যাণ ও সমাজশিক্ষা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১০ অক্টোবর জেলাস্তরে এবং ১৪ অক্টোবর রাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হবে। প্রস্তুতি সভায় সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস আলোচনায় অংশ নিয়ে বলেন, আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ৪টি ক্যাটাগরিতে প্রবীণদের সংবর্ধনা জ্ঞাপন করা হবে। এছাড়াও নানা উদ্যোগ গ্রহণ করা হবে।