Site icon janatar kalam

আন্তর্জাতিক জনজাতি দিবস পালন করল কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা বিশ্ব তথা দেশের সাথে রাজ্যেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পালন করা হয়েছে আন্তর্জাতিক আদিবাসী জনজাতি দিবস।প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এদিন রাজ্যের ১৯ টি জনজাতি অংশের লোকজনদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি ১৯ টি সম্প্রদায়ের প্রতিনিধিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা বলেন, কংগ্রেস হাই কমান্ডের নির্দেশে রাজ্যেও জনজাতিদের নিয়ে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল সমবেত ভোজন, সংস্কৃতির আদান-প্রদান সর্বোপরি জনজাতি অংশের মানুষের আর্থিক উন্নয়নের রূপরেখা তৈরি করে সে বিষয়ে আলোকপাত করা। প্রসঙ্গত রাজ্যের জনজাতিদের উন্নয়ন নিয়ে আগামী দিনে আন্দোলনে নামারও প্রস্তুতি নিচ্ছে প্রদেশ কংগ্রেস কমিটি জানিয়েছেন আশীষ সাহা।

 

 

Exit mobile version