Site icon janatar kalam

আদিত্য এল-১ নিয়ে গর্বের সুর বিজেপি স্বর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ‘মেরি মিট্টি মেরা দেশ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এদিন বক্তব্য রাখতি গিয়ে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা “চন্দ্রযান মিশনের সাথে, ভারত চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে একটি মহাকাশযান অবতরণকারী প্রথম দেশ হয়ে উঠেছে মন্তব্য করেন এবং আজ আদিত্য এল-১ মিশন করবে সূর্য অধ্যয়নের জন্য চালু করা হয়েছে জানান, তাছাড়া আজ থেকে নয় বছর পূর্বে এরকম হতে পারে তা কেউ ধারণা করতে পারেনি বলে বলার, পাশাপাশি যখন আমি তখন টুজি বলতাম তখন বিরোধীদের সামনে অন্য চিত্র উঠে যেত সেটা কানেক্টিভিটির নয় দুর্নীতির বলে অভিমত ব্যক্ত করলেন।

Exit mobile version