Site icon janatar kalam

আদালত চত্বরে ইঞ্জিনিয়ারকে শারীরিক নিগ্রহের ঘটনায়, পুলিশ সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ

Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কর্তব্যরত অবস্থায় আদালত চত্বরে ইঞ্জিনিয়ারকে শারীরিক নিগ্রহের ঘটনায় অভিজুক্ত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশ সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ। সোমবার অফিসের মধ্যাহ্ন বিরতিতে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আন্দোলনে শামিল হন ইঞ্জিনিয়াররা। অভিযোগ ২৯ মে আগরতলা আদালত চত্বরে বিদ্যুৎ নিগমের ইঞ্জিনিয়ার অপু পালকে শারীরিক ভাবে নিগ্রহ করে কতিপয় আইনজীবী।

ঘটনা জানিয়ে পশ্চিম থানায় মামলা করা হয়। অভিযোগ পুলিশ এখনও অভিযুক্ত আইনজীবীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। এতে ক্ষুব্ধ ইঞ্জিনিয়ার্স ফোরাম। সোমবার তারা বৃষ্টির মধ্যে সুবিচারের দাবি জানিয়ে পুলিশ সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। তারা দাবি জানান ঘটনার সুষ্ঠু বিচারের। তা নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের আভাষ দিয়ে রাখলেন তারা।এখন দেখার পুলিশ কি ব্যবস্থা নেয়?

 

 

Exit mobile version