জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও ‘আত্মনির্ভর ভারত’-এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। শনিবার গুজরাটের ভাবনগরে আয়োজিত ‘সমুদ্র সে সমৃদ্ধি’ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় জনসংখ্যার দেশ ভারতকে অবশ্যই আত্মনির্ভর হতে হবে। ভারতের ক্ষমতা ও সম্ভাবনার কোনো ঘাটতি নেই, শুধু বিদেশ নির্ভরতা কাটিয়ে ওঠাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মোদী বলেন, “২১ শতকের ভারত সমুদ্রকে বিরাট সুযোগ হিসেবে দেখছে। তাই বন্দরকেন্দ্রিক উন্নয়নকে গতিশীল করতে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হয়েছে।”
প্রধানমন্ত্রী জানান, এই কর্মসূচি ভাবনগরে আয়োজিত হলেও এর গুরুত্ব গোটা দেশের জন্য। সমুদ্র থেকে সমৃদ্ধির পথে ভারতের কৌশল নির্ধারণে ভাবনগরকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ সময় তিনি গুজরাট ও ভাবনগরের মানুষকে বিশেষ অভিনন্দন জানান।
‘আত্মনির্ভর ভারত’-এর প্রসঙ্গে মোদী বলেন, “ভারতের সত্যিকারের শত্রু কোনো দেশ নয়, আমাদের একমাত্র শত্রু হলো বিদেশি নির্ভরতা। যত বেশি বিদেশ নির্ভরতা, তত বড় ব্যর্থতা। আমাদের মিলিতভাবে এই নির্ভরতার শত্রুকে পরাজিত করতে হবে।”
প্রধানমন্ত্রী এদিন কংগ্রেসকেও আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর কংগ্রেস ভারতের সামর্থ্যকে অবহেলা করেছে। দীর্ঘ ৬-৭ দশক ধরে লাইসেন্স-কোটা রাজ ও বিচ্ছিন্নতাবাদী নীতি দেশের যুবসমাজকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৭ সেপ্টেম্বর জন্মদিনের পর প্রথমবার নিজের রাজ্য গুজরাট সফরে গিয়ে মোদী দেশ-বিদেশ থেকে পাওয়া শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি ও সম্পদ।”