জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত স্বদেশি মেলা ২০২৬-এর মেয়াদ বাড়ানো হলো। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৯ থেকে ১১ জানুয়ারি—এই তিনদিনের জন্য মেলার আয়োজন করা হলেও, বিপুল জনসমাগম ও অংশগ্রহণের কথা মাথায় রেখে মেলা চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত।
শনিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান, মেলায় স্টল মালিক, বিভিন্ন সরকারি দপ্তর এবং বিশেষ করে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সক্রিয় অংশগ্রহণ ও মানুষের ব্যাপক আগ্রহ দেখে মেলার সময়সীমা আরও দুইদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেয়র দীপক মজুমদার বলেন, “স্বদেশি মেলা প্রথমে তিনদিনের জন্য পরিকল্পিত ছিল। কিন্তু দর্শনার্থীদের ভিড়, প্রদর্শকদের উৎসাহ এবং SHG মহিলাদের সক্রিয় ভূমিকা দেখে আমরা মেলার মেয়াদ বাড়ানোর প্রয়োজন অনুভব করেছি।”
উল্লেখ্য, শুক্রবার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার হাত ধরে স্বদেশি মেলা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এই মেলা শুধুমাত্র একটি বাণিজ্যিক বা সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি আত্মনির্ভরতা ও স্বদেশি ভাবনার প্রতীক। তিনি ‘ভোকাল ফর লোকাল’ ও ‘আত্মনির্ভর ভারত’-এর আদর্শকে সামনে রেখে বলেন, “আত্মনির্ভর ভারত কোনও স্লোগান নয়, এটি একটি জনআন্দোলন। দেশীয় পণ্য ব্যবহার করলেই ২০৪৭ সালের মধ্যে আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণ সম্ভব।”
মেলায় বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় উদ্যোগ, হস্তশিল্প, দেশীয় পণ্য ও ঐতিহ্যবাহী সামগ্রীর স্টল স্থান পেয়েছে। শনিবার ফের নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এই ধরনের মেলা স্থানীয় শিল্পী, উদ্যোক্তা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মেলার মেয়াদ বাড়ানোর ফলে দর্শনার্থীরা আরও দুইদিন সময় পাবেন দেশীয় পণ্য দেখার, শিল্পীদের সঙ্গে কথা বলার এবং আত্মনির্ভরতার বার্তাকে উদযাপন করার। ক্রমবর্ধমান ভিড় প্রমাণ করছে, স্বদেশি মেলা স্থানীয় অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠছে।

