Site icon janatar kalam

আগুন বোলিংয়ে ৩৩ রানে অল আউট তরুণ সংঘ জয়ী প্রগতি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার সিপাহী জলা স্কুল মাঠে প্রগতির প্লে সেন্টার বনাম তরুণ সংঘ ক্লাবের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এদিন টসে জিতে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়, প্রথমে ব্যাট করে প্রগতি প্লে সেন্টার ৩৫ ওভারে তরুণ সংঘ কে ১৯৮ রানের টার্গেট দেয়। দলের হয়ে ইয়াশ দেববর্মণ ৯৩ রান, শ্রেষ্ঠানসু দেব ৩৩রান করে এবং, ভাটনাগর ২৫ রান, আরদ্ধ ২৪ রান করেন। জবাবে পরে ব্যাট করতে নেমে তরুণ সংঘ ৩৩ রানে অল আউট হয়ে যায়। প্রগতির হয়ে বোলিং করে অঙ্কিত দাস ৪ উইকেট, দেবপ্রিয় দেব ২ উইকেট, রাহুল মিয়া ১ উইকেট, ও ভাটনাগর ১ উইকেট নিয়েছে। খেলা শেষে ম্যাচের সেরা নির্বাচিত হন ইয়াশ দেববর্মা।

 

 

Exit mobile version