জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী ৯ আগস্ট আদিবাসী দিবস উদযাপন করবে ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস। দিবসটি উদযাপনের মধ্য দিয়ে সেদিন রাজ্যের আদিবাসীদের বিভিন্ন সমস্যা জনসম্মুখে তুলে ধরার সিদ্ধান্ত নেয় নেতৃত্ব। শনিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী দিবস উদযাপন কর্মসূচির প্রস্তুতি সভার শেষে এক সাংবাদিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের কথা তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে এদিন শ্রী সাহা বলেন, বিজেপি সরকারের শাসনকালে আদিবাসী বিরোধী কার্যকলাপের প্রতিবাদে সারা দেশব্যাপী আদিবাসী সমাজকে জাগ্রত করতে এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার কে সুরক্ষিত করতে, জনজাতি অধ্যুষিত এলাকা গুলিতে পরিকাটামোগত উন্নয়নের লক্ষ্যে সরকারের ব্যর্থতা তুলে ধরা হবে সেদিন।
আগামী ৯ আগস্ট আদিবাসী দিবস উদযাপন করবে ত্রিপুরা প্রদেশ আদিবাসী কংগ্রেস
