Site icon janatar kalam

আগামী ৪সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিপুরা বিধানসভার অধিবেশন চলবে ৬সেপ্টেম্বর পর্যন্ত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সেপ্টেম্বরে তিনদিনের জন্য বসছে ত্রিপুরা বিধানসভার অধিবেশন। ৪ তারিখ শুরু হবে অধিবেশন। বুধবার বিধানসভায় বি এ সির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ত্রিপুরা বিধানসভার অধিবেশন। বুধবার বিধানসভায় বিএসি কমিটির বৈঠক হয়। বৈঠক শুরু হওয়ার আগে বন্যায় মৃতদের আত্মার সদগতি কামনা করে নিরবতা পালন করা হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, আইনমন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা।

বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে এইবার তিন দিনের জন্য বিধানসভার অধিবেশন বসবে। কারণ বন্যায় রাজ্যের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সকলে মানুষের পাশে থাকতে মাঠে ময়দানে রয়েছে। তাই তিন দিনের অধিবেশনের মধ্যে প্রথম দিন বন্যা পরিস্থিতি নিয়ে এবং সরকারি সহযোগিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এবারের অধিবেশনে দুটি বিল আসবে বলে জানান তিনি।

 

 

 

Exit mobile version