Site icon janatar kalam

আগামী ২০ অক্টোবর থেকে রাজ্যে শুরু হবে ২৯ তম জাতীয় সিনিয়র মহিলা ফুটবল আসর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় সিনিয়র মহিলা ফুটবল আসরের জন্য গঠিত হল রাজ্য দল। ২০ অক্টোবর থেকে রাজ্যে হবে ২৯ তম জাতীয় সিনিয়র মহিলা ফুটবল আসর। এই আসরের জন্য রাজ্যদল গঠনের প্রস্তুতি শেষ হলো বুধবার। প্রতিযোগিতাকে সামনে রেখে প্রাথমিক ভাবে বাছাই করা ৩৫ জনের মধ্য থেকে পরবর্তীতে ২৫ জন ফুটবলারকে দলে রাখা হয়েছে।

এই ২৫ জন খেলোয়াড়কে নিয়ে উমাকান্ত মাঠে চলছে অনুশীলন। বুধবার ২২ জনের চূড়ান্ত দল গঠন করা হয়। দলের কোচ জানান ২৯ তম জাতীয় সিনিয়র মহিলা ফুটবল আসরে সিকিম, চণ্ডীগড়, গুজরাট ও ত্রিপুরা দল অংশগ্রহণ করবে।

২০, ২২ ও ২৪ অক্টোবর প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। প্রথম ম্যাচে ত্রিপুরা দল চণ্ডীগড়ের বিরুদ্ধে খেলতে মাঠে নামবে। প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরা দলের খেলোয়াড়রা অনুশীলন করে যাচ্ছে। রাজ্য দলের কোচ আশা ব্যক্ত করেন প্রতিযোগিতায় রাজ্য দল ভালো খেলবে।

 

 

Exit mobile version