Site icon janatar kalam

আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে নার্সারি শুরু করা হবে : মেয়র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এলাকাবাসীর দাবি মেনে ১৯৯৯ সালে রাজধানীর দশমীঘাট এলাকায় যাত্রা শুরু করেছিল আগরতলা মিউনিসিপ্যাল ইংরেজি মাধ্যম স্কুল। শুরুতে কেজি-ওয়ান ও কেজি-টু দিয়ে শুরু। ধীরে ধীরে এর পরিকাঠামোর শ্রী বৃদ্ধি ঘটে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই স্কুলের পরিকাঠামোর আরও উন্নয়নের দাবি যেমন উঠেছে তেমনি নার্সারি চালু করারও।বর্তমানে স্কুলটিতে রয়েছে ১২৯ জন পড়ুয়া।

আর এলাকাবাসী ও স্থানীয় কর্পোরেটরের দাবির প্রতি সম্মান জানিয়ে শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পরিদর্শনে যান দশমীঘাট এলাকায় এই ইংরেজি মাধ্যম স্কুল। উনার সঙ্গে ছিলেন পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু গুহ দে, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ স্থানীয়রা।

স্কুলের শিক্ষক- শিক্ষিকা সহ সকলের সঙ্গে কথা বলেন মেয়র। সমস্যা সম্পর্কে অবহিত হন। ঘুরে দেখেন স্কুলটি। পরে প্রতিক্রিয়ায় মেয়র দীপক মজুমদার জানান আগামী শিক্ষাবর্ষ থেকে নার্সারি শুরু করা হবে। তিনি আরও জানান প্রাথমিক ভাবে বিদ্যালয়ের কিছু সংস্কার কাজও ইতিমধ্যে শুরু করা হবে।

 

 

Exit mobile version