জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০০৭ সাল থেকে ত্রিপুরায় হোটেল ব্যবসা শুরু জিঞ্জারের। ত্রিপুরার পর্যটন ও উন্নয়নের ক্ষেত্রে এই জিঞ্জার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই জিঞ্জার হোটেল শুক্রবার নতুন ভাবে যাত্রা শুরু করেছে। দ্বিতীয়ার দিনে নতুন ভাবে পথচলা শুরু হয়েছে।পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে হোটেলের সূচনা হয়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ইউ কে চাকমা সহ হোটেল কর্তৃপক্ষ।
মন্ত্রী এদিন বলেন, এই হোটেলের সমস্ত কিছু নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে। তিনি বলেন, আগামী দিনে ত্রিপুরা রাজ্যে পর্যটনের ক্ষেত্রে জিঞ্জার হোটেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতবর্ষের অর্থনীতিতে প্রায় ৫ শতাংশ যোগদান রয়েছে হোটেল শিল্প-র।
মন্ত্রী বলেন বিগত দিনে যে ভূমিকা এই হোটেল গ্রহণ করেছিল এর তুলনায় আগামী দিনে এই হোটেল আরও নতুনভাবে উদ্যোগী হবে। নতুন পরিচিতি নিয়ে এই হোটেল এসেছে এবার। তিনি আশা ব্যক্ত করেন রাজ্যের উন্নতিতে জিঞ্জার ভূমিকা নেবে। রাজ্যের পর্যটনকে বিভিন্ন ভাবে ঢেলে সাজানোর জন্য প্রয়াস নেওয়া হয়েছে বলে জানান দপ্তরের মন্ত্রী।